Site icon Jamuna Television

রাজধানীতে ২য় দিনের মতো চলছে বই বিতরণ কার্যক্রম

ছবি: সংগ্রহীত।

২য় দিনের মতো রাজধানীর বিভিন্ন স্কুলে নতুন বই দেয়া হচ্ছে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বই বিতরণ কার্যক্রম।

প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে বই বিতরণ কার্যক্রম। সকাল থেকে ভিকারুননিসা নুন স্কুলসহ রাজধানীর বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

দীর্ঘদিন পর শিক্ষার্থীরা স্কুল ড্রেস পরিধান করে নতুন বই নিতে আসতে পেরে উচ্ছ্বসিত। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে এভাবে বই বিতরণ করা সন্তোষ প্রকাশ করেন অভিভাবকরা।

নতুন বই হাতে শিক্ষার্থী আনন্দে মেতে ওঠে। অনেক শিক্ষার্থীর অভিভাবকরা এসেও বই সংগ্রহ করছেন। দ্রুতই অনলাইনে ক্লাসের শিডিউল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।

Exit mobile version