Site icon Jamuna Television

ভারতে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রয়োগের পরীক্ষামুলক কার্যক্রম

ছবি: ইন্টারনেট।

ভারতে আজ থেকে শুরু হতে যাচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকার জরুরি প্রয়োগ। সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ‘কোভিডশিল্ড’-এর ড্রাইরান চলবে সব রাজ্যেই।

শুক্রবার পরীক্ষামূলক প্রয়োগের জন্য দেশটির বিশেষজ্ঞ কমিটির অনুমোদন পায় অক্সফোর্ডের করোনার টিকা। দুই ডোজের টিকা প্রয়োগে চার থেকে ছয় সপ্তাহ ব্যবধান রাখার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা।

টিকাটি প্রয়োগে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হলো কি না সে বিষয়ে প্রতি ১৫ দিন পরপর বিশেষজ্ঞদের অবহিত করতে হবে টিকার উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে।

এদিকে ভারতীয়দের মধ্যে টিকাটি সার্বজনীনভাবে বণ্টনে অনুমোদন এখনও বাকি। দু’একদিনের মধ্যে চূড়ান্ত অনুমোদন দিতে পারে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য বাণিজ্যিকভাবে টিকা বিক্রি শুরুর অনুমোদন পাওয়ার আগেই সাত কোটি ডোজ ভ্যাকসিন মজুদ করেছে সেরাম।

Exit mobile version