Site icon Jamuna Television

প্রতিরক্ষা বাজেট বিল ইস্যুতে সিনেটেও উপেক্ষিত ট্রাম্পের ভেটো

ভোটকারচুপির অভিযোগে দায়ের করা ট্রাম্পের আরও চার মামলা খারিজ

প্রতিরক্ষা বাজেট বিল ইস্যুতে মার্কিন সিনেটেও উপেক্ষিত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেটো। মঙ্গলবার সিনেটে ভোটাভুটিতে ৮১-১৩ ভোটে পাস হয় বিলটি।

প্রেসিডেন্টের ভেটো ক্ষমতাকে অগ্রাহ্যের জন্য প্রয়োজন ছিলো দুই-তৃতীয়াংশ প্রতিনিধির সমর্থন। বছরের প্রথম দিনেই রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নেন সিনেটররা। ট্রাম্প ক্ষমতাগ্রহণের পর প্রথমবার তার সমর্থন ছাড়াই কোনো বিল পাস হলো কংগ্রেসে।

গত সপ্তাহেই ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে অগ্রাহ্য হয় ট্রাম্পের ভেটো। সেখানে ৩২২-৮৭ ভোটে পাস হয় ৭৪০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট। এর আগে বাজেটের বিষয়ে আপত্তি তোলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

Exit mobile version