Site icon Jamuna Television

সবকিছু ঠিক থাকলে কাল দেশে ফিরবেন সাকিব

ঘটনার আড়ালে লুকিয়ে থাকে ঘটনা। রহস্য করতে ভালোবাসা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা শেষ হবার পর থেকেই ঘটনার পৃষ্ঠে ঘটনার জন্ম দিয়ে চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

২০২১ সালের শুরুতেই গোটা দেশকে একবিন্দুতে মিলিত করেছেন শুধু মাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ারের মাধ্যমে। দেশের মানুষের তার প্রতি অসম্ভব ভালোবাসা থেকেই সাকিব আল হাসানের সব কিছু নিয়েই আগ্রহের কোন সীমা নেই তাদের। তবে রহস্যে ঘেরা সেই পোস্টের উত্তর সাকিব নিজেই হয়তো দিবেন।

সাকিবের পোস্ট করা শিশিরের বেবি বাম্পের ছবিটি এখনও দেশের মানুষের কাছে এক রহস্য। কিন্তু এখনও তা খোলাসা করেননি সাকিব। তবে সাকিব আল হাসানের ঘনিষ্ঠ কয়েক জনের সাথে কথা বলে জানা গেলো আগামীকালই দেশে ফিরছেন মিস্টার হাসান। আর দেশে ফিরেই হয়তো এই ছবি নিয়ে পরিষ্কার কোন ব্যাখ্যা দেবে কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান। ততক্ষণ থাকতে হবে অপেক্ষায়

Exit mobile version