Site icon Jamuna Television

তৃতীয় সন্তানের বাবা হচ্ছেন সাকিব, নিশ্চিত করেছেন সাকিব নিজেই

তৃতীয় সন্তানের বাবা হচ্ছের সাকিব আল হাসান। এমন খবর নিজেই নিশ্চিত করেছে যমুনা নিউজকে। শনিবার বিকেলে হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি জানিয়েছেন এই খবর। দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এর আগে গতকাল সাকিবের ভেরিফাইড ফেসবুক পেইজে তার স্ত্রী শিশিরের বেবি বাম্পের ছবিটি আপলোড করে সাকিব লিখেছিলেন ‘নতুন বছর, নতুন সূচনা, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’এ সংবাদ ফেসবুকে জানানোর পরেই ভক্তদের অভিনন্দনের জোয়ারে ভেসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সব কিছু ঠিক থাকলে আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের।

Exit mobile version