সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্তবাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি বাসচালক শহীদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ভোরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি জানান, দিরায়ের চলন্তবাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার মূল আসামি বাসচালককে গ্রেফতার করেছে সিআইডির একটি দল। সে পালিয়ে সুনামগঞ্জ শহরেই অবস্থান করছিলো।
গ্রেফতারের পর তাকে সুনামগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
সেখান থেকে তাকে সিলেট সিআইডির বিভাগীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি বলে তিনি জানান।
ইউএইচ/
Leave a reply