রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর আরিফ নিহতের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। তারা হলো, নিহত আরিফের বন্ধু জনি ও জোনাকি।
গতকাল রাত সাড়ে ১০টায় মহাখালী কাঁচাবাজারের সামনে আরিফকে হত্যা করা হয়।
নিহতের বাবা কবির হোসেনের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে জনিকে দিয়ে তার ছেলেকে খুন করা হয়েছে। তার দাবি, জনি কাউকে মারধর করছে এমন ফোন পেয়ে ঘটনাস্থলে যায় আরিফ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে জোনাকির কাছে থাকা ধারালো অস্ত্র নিয়ে আরিফকে আঘাত করে জনি।
পুলিশের দাবি, ছিন্নমূলদের মধ্যে মাদক সেবনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। নিহত আরিফ ১০ম শ্রেণির ছাত্র। জনি, নুরু, জোনাকি ও টিপুকে আসামি করে হত্যা মামলা করে নিহতের বাবা।
Leave a reply