জানুয়ারিতেই ভ্যাকসিন পাওয়া যেতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

|

জানুয়ারিতেই ভ্যাকসিন পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে অক্সফোর্ডের টিকা অনুমোদন হওয়ায় জানুয়ারিতেই ভ্যাকসিন পাওয়া যাবে। কোভ্যাক্সের ভ্যাকসিনও জুন এ পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার বিকেলে মানিকগঞ্জে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সব মিলিয়ে জুন নাগাদ ৫ কোটি মানুষকে টিকা দেয়া যাবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ১০ কোটি মানুষ ভ্যাকসিন যোগ্য রয়েছে। বাকি সাড়ে চার কোটি মানুষকেও টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য অক্সফোর্ডের বাইরে অন্যান্য টিকা সংগ্রহের চেষ্টা চলছে।

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন দেয়ার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি আছে। করোনার ব্যবস্থাপনায় ভারত ও আমেরিকার চেয়ে ভালো করেছে বাংলাদেশ বলেও জানান তিনি। এছাড়া মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা বাংলাদেশের পরে টিকা পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply