শর্তপূরণ না হলে দিল্লিতে ‘কিষাণ গণতন্ত্র দিবস প্যারেড’র হুঁশিয়ারি আন্দোলনরত কৃষকদের

|

শর্তপূরণ না হলে ২৬ জানুয়ারি দিল্লিতে ‘কিষাণ গণতন্ত্র দিবস প্যারেড’ আয়োজনের হুঁশিয়ারি দিলেন ভারতে আন্দোলনরত কৃষকরা। সেদিন দেশটির প্রজাতন্ত্র দিবস।

সারাদেশ থেকে দিল্লি অভিমুখে যাত্রা করবে কৃষকদের প্রতিবাদ মিছিল। ঘেরাও করা হবে ভারতীয় রাজধানী। বন্ধ করে দেয়া হবে যাতায়াতের সব পথ-সীমান্ত।

কৃষক প্রতিনিধি দলের বক্তব্য, প্রজাতন্ত্র দিবসেই আদায় হবে দেশটির খেটে খাওয়া মানুষের অধিকার।

স্থানীয় সময় সোমবার কৃষকদের ৭ম দফায় আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সরকারপক্ষ। দুপুর ২টা থেকে শুরু হবে বৈঠক। বিতর্কিত ৩টি কৃষি আইন প্রত্যাহার এবং ন্যূনতম সহায়ক মূল্য- এমএসপি (MSP) বহাল রাখার দাবিতে অনঢ় কৃষকরা।

আগামীকালও, ইস্যুগুলোর ব্যাপারে কোন দফারফা না হলে কঠোর অবস্থানে যাওয়ার হুমকি বিক্ষোভরতদের। ৩৯ দিন ধরে চলছে কৃষকদের এ আন্দোলন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply