Site icon Jamuna Television

খালের জায়গা থেকে দখলকারীদের দ্রুত সরে যেতে ডিএনসিসি মেয়রের নির্দেশ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। ফাইল ছবি।

যত প্রভাবশালীই হোক না কেন খালের জায়গা দখলকারীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ সোমবার সকালে রাজধানীর কচুক্ষেত এলাকায় ইব্রাহীমপুর খাল দখলমুক্ত অভিযানে এসে এ হুঁশিয়ারী দেন তিনি। বলেন, এর আগেও দখলমুক্ত করা হলেও আবার দখল হয়েছে। তবে খালগুলো সিটি করপোরেশনের অধিনে আসায় সেটি হওয়ার আর সুযোগ দেয়া হবে না। ঢাকা জেলা প্রশাসককে সাথে নিয়ে সিএস খতিয়ান অনুযায়ী সব খাল দখলমুক্ত করার প্রতিশ্রুতি দেন মেয়র।

বারবার বলার পরও অনেকেই অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়ে উচ্ছেদ শুরু করে করপোরেশন।

Exit mobile version