পাকিস্তানের বেলুচিস্তানে সংখ্যালঘু হাজারা নৃগোষ্ঠীর ১১ খনি শ্রমিককে অপহরণের পর হত্যা করেছে জঙ্গি সংগঠন- আইএস।
স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানায়, রোববার মাছ কয়লাখনি থেকে শিয়া সংখ্যালঘুদের তুলে নিয়ে যায় আইএস সদস্যরা। পাশের পার্বত্য এলাকায় তাদের ওপর ছোঁড়া হয় গুলি। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন ৬ শ্রমিক। বাকিদের হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে ঢেকে ফেলেছে কর্তৃপক্ষ। গতকালই এক ভিডিওবার্তায় এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন- আইএস। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ইমরান খান। সংশ্লিষ্টদের গ্রেফতারের পর তাদের বিচারের মুখোমুখি করারও নির্দেশ দিয়েছেন তিনি।
ইউএইচ/
Leave a reply