অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর না করার রায়ে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের সন্তোষ

|

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর না করার রায়কে স্বাগত জানিয়েছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা। স্বস্তি জানিয়েছে তার পরিবারও।

সোমবার রায় ঘোষণার পরই লন্ডনের আদালতের বাইরে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। টুইটবার্তায়, রায়ের বিরুদ্ধে আপিল না করতে ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাসাঞ্জের মা ক্রিস্টিন। আরেক স্পর্শকাতর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেন, অ্যাসাঞ্জের কর্মকাণ্ডকে আখ্যা দিয়েছেন গুরুত্বপূর্ণ সাংবাদিকতা হিসেবে। অবশ্য এরই মধ্যে লন্ডনের উচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন আইনজীবীরা।

এদিকে অ্যাসাঞ্জকে রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব দেয়ার প্রস্তুতি নিয়েছে মেক্সিকো। সোমবার, অ্যাসাঞ্জের মানসিক স্বাস্থ্য বিবেচনায় তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের প্রস্তাব খারিজ করে দেন আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply