জহুরুল ইসলাম মুন, পর্তুগাল:
পর্তুগালে করোনা টিকা নেওয়ার একদিন পরই মৃত্যুবরণ করেছেন সোনিয়া আচেভেদো (৪১) নামের এক স্বাস্থ্যকর্মী। তিনি ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত করোনা টিকা নিয়েছিলেন।
সোনিয়া পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিতে শিশুরোগ বিভাগে কর্মরত ছিলেন তিনি। তিনি দুই সন্তানের জননী ছিলেন। তবে, টিকা নেওয়ার পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানা যায়নি।
এদিকে, সোনিয়ার বাবা অ্যাবিলিও অ্যাকেবেদো সংবাদমাধ্যমকে বলেন, তার মেয়ের কোনো শারীরিক সমস্যা ছিল না। সে করোনা টিকা নিয়েছিল। তার কোনো ধরনের উপসর্গও ছিল না।
পর্তুগিজ ইনস্টিটিউট অব অনকোলজিও সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেন, ৩০ ডিসেম্বর করোনার টিকা নিয়েছিলেন এই স্বাস্থ্যকর্মী। ১ জানুয়ারি আকস্মিক মৃত্যু হয় সোনিয়ার।
ইউএইচ/
Leave a reply