মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ জানিয়েছে ইরান। সমরবিদ কাশেম সোলাইমানি হত্যার ঘটনায় দ্বিতীয়বারের মতো এ পদক্ষেপ নিলো দেশটি।
মঙ্গলবার ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইল নিশ্চিত করেন এ তথ্য। তিনি বলেন, ওয়াশিংটনের মোট ৪৮ শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেফতারে ইন্টারপোলকে আহ্বান জানিয়েছে তেহরান। বাগদাদে মার্কিন বিমান হামলায় সোলাইমানি হত্যার প্রথম বার্ষিকীতে এ অনুরোধ করা হয়।
এ ঘটনায় ট্রাম্পকে মূল অপরাধী হিসেবেও আখ্যা দিয়েছে তেহরান। তবে রাজনৈতিক বা সামরিক উদ্দেশে এ ধরনের অনুরোধ পেলে তা বিবেচনায় নেয়া হয় না বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক ইন্টারপোল।
ইউএইচ/
Leave a reply