চাইলেই গলফ খেলতে স্কটল্যান্ডে ঢুকতে পারছেন না ট্রাম্প

|

চাইলেই গলফ খেলতে স্কটল্যান্ডে ঢুকতে পারছেন না ট্রাম্প

চাইলেই স্কটল্যান্ডে ঢুকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তরসূরী জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানের নিমন্ত্রণ এড়াতে তিনি স্কটল্যান্ডে যাবেন বলে কানাঘুষোর মধ্যেই এমন হুঁশিয়ারি স্কটিশ ফার্স্ট মিনিস্টারের।

মঙ্গলবার নিকোলা স্টারজিওন জানান, জরুরি কারণ ছাড়া মহামারির মধ্যে কাউকে দেশে ঢুকতে দিচ্ছে না স্কটিশ প্রশাসন। বলেন, গলফ খেলতে স্কটল্যান্ড ভ্রমণকে গুরুত্বপূর্ণ বিবেচনার সুযোগ নেই- তা সে যে ব্যক্তিই হোন না কেন। অন্য সবার মতো এ নিয়ম ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রেও প্রযোজ্য।

নির্বাচনে পরাজয়ের পর বেশ ক’বার স্কটল্যান্ডে গলফ খেলতে দেখা গেছে রিপাবলিকান দলীয় প্রেসিডেন্টকে। মায়ের সূত্রে স্কটিশ বংশোদ্ভূত ট্রাম্প, স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টার্নবেরি গলফ রিসোর্টের মালিক। করোনা পরিস্থিতির অবনতিকে, সোমবার নতুন করে লকডাউন জারি হয় স্কটল্যান্ডে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply