যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য লক করেছে টুইটার কর্তৃপক্ষ। সতর্কবার্তা হিসেবে পরবর্তীতে স্থায়ী বন্ধ করে দেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়।
বুধবার টুইটারের বরাতে সিএনএন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টকে ১২ ঘণ্টা লক করা হলো। এবং প্রথমবারের মতো এটি করা হলো। পরবর্তীতে এটা স্থায়ীভাবেও বন্ধ করে দেয়া হতে পারে।
কারণ হিসেবে টুইটার উল্লেখ করেছে, ট্রাম্প টুইটারের বিধি লঙ্ঘন করেছেন। হ্যাশট্যাগ #রিয়েলডোনাল্ডট্রাম্প শিরোনামে পরপর ৩টি পোস্ট করা হয়। যেটা টুইটারের ‘সিভিক ইন্টেগ্রিটি’ নীতিটির বারবার এবং মারাত্মক লঙ্ঘন করেছে।
আর এর পরেই তিনটি টুইট সরানোসহ ট্রাম্পের অ্যাকাউন্টটি ১২ ঘণ্টা লক করে দেয়া হয়। এবং একই ধরণের পোস্ট ফের হয়ে থাকলে অ্যাকাউন্টটি স্থায়ীভাবেও বন্ধ করে দেয়া হবে বলে জানায় টুইটার।
Leave a reply