বাংলাদেশের খাদ্য মূল্য স্থিতিশীল রাখতে চায় ভারত: ভারতীয় হাই কমিশনার

|

বাংলাদেশের খাদ্য মূল্য স্থিতিশীল রাখার স্বার্থে ভারত চাল রফতারি করবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সাথে সাক্ষাত শেষে এমনটা জানিয়েছেন তিনি।

দ্বোরাইস্বামী বলেন, বাংলাদেশের খাদ্য মূল্য স্থিতিশীল রাখতে চায় ভারত। তাই চাল রপ্তানির প্রস্তাব দেয়া হয়েছে।

সাক্ষাত শেষে খাদ্রমন্ত্রী জানান, দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে ভারতই চাল রফতারি করার প্রস্তাব দিয়েছে। এসময় ভারত থেকে চাল আমদানির প্রক্রিয়া প্রাইভেট সেক্টরের মাধ্যমে করা হবে বলেও জানান মন্ত্রী।

আগামী এক সপ্তাহের মধ্যে ভারত থেকে চাল আমদানি করা হবে বলেন জানান খাদ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply