করোনার ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে গুরুত্ব দেবে ভারত: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী

|

করোনার ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে গুরুত্ব দেবে ভারত: ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

This handout TV grab taken on January 5, 2021 shows World Health Organization (WHO) Ethiopian Director-General Tedros Adhanom Ghebreyesus during a press briefing on Covid-19 (novel coronavirus) via video link from the WHO headquarters in Geneva. - An international expert team has set off for China to investigate the origins of the Covid-19 pandemic, but Beijing has yet to provide the necessary access, the WHO chief said January 5, 2021. "Today, we learned that Chinese officials have not yet finalised the necessary permissions for the team's arrivals in China," Tedros Adhanom Ghebreyesus told reporters. (Photo by - / World Health Organization / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO/ WORLD HEALTH ORGANIZATION" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

করোনার ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে গুরুত্ব দেবে ভারত। এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের সাথে বৈঠক করেন জয়শঙ্কর। এসময় ভ্যাকসিনের জন্য ভারতের কাছে আবেদন জানান শ্রীলঙ্কান প্রেসিডেন্ট।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যই সেরাম উৎপাদিত অক্সফোর্ডের ভ্যাকসিন রফতানি করার মতো অবস্থায় আসবে। সেক্ষেত্রে ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে কলম্বোকে গুরুত্ব দেবে দিল্লি।

বৈঠকে ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে আরও জোরদার এবং কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন দুই নেতা।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, প্রতিবেশীকে সহায়তা, ভারত সব সময় এই নীতিতে বিশ্বাসী। কারণ আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য পারস্পারিক সমঝোতা এবং সহায়তার কোনো বিকল্প নেই। সে কারণেই ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কাকে গুরুত্ব দেবে ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply