করোনার কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ১ দশমিক ৬ শতাংশ। তবে আগামী অর্থবছরে তা কিছুটা বেড়ে ৩ দশমিক ৪ শতাংশ হবে। মঙ্গলবার ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
সংস্থাটি বলছে, মহামারীর কারণে নেতিবাচক প্রভাব পড়েছে দেশের রপ্তানি, বিনিয়োগ, কর্মসংস্থানসহ আরো বিভিন্ন খাতে। এতে বেড়েছে দারিদ্র্য। কমেছে অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড। রপ্তানিও সংকুচিত হয়েছে দুই অঙ্কের। যদিও প্রবাসীরা বিপুল পরিমাণ অর্থ পাঠানোয় ২০২০ সালে রেমিট্যান্সে দুই অঙ্কের প্রবৃদ্ধি আসে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হয়। কিন্তু সংক্রমণ আরো বেড়ে গেলে অর্থনৈতিক পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
এছাড়া টিকার প্রয়োগ দেরি হলে উন্নয়নশীল দেশগুলোর ঋণ আরো বেড়ে যাবে। তাই, অর্থনীতিতে নতুন সংকট তৈরি হবে বলে আশংকা সংস্থাটির।
Leave a reply