প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

গাইবান্ধা প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাশাপাশি সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে জলদস্যুদের আত্মসমর্পণে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয় বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার বালাসীঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘র‍্যাব সেবা সপ্তাহ’ উপলক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একইসাথে করোনাসহ প্রাকৃতিক দুর্যোগগুলোতেও মানুষদের বিভিন্ন সহযোগিতাসহ র‍্যাবের কাজ প্রশংসিত বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘র‍্যাবের অভিযানে ২০১৮ সালের ১ নভেম্বরে প্রধানমন্ত্রী সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল বাঁশখালী, মহেশখালী ও কুতুবদিয়ার জলদস্যুরাও আত্মসমর্পণ করে।

এছাড়াও ১১ হাজার মাদক মামলার আসামিসহ গত বছরে দেশের চাঞ্চল্যকর হত্যা-ধর্ষণ মামলার তিন শতাধিক আসামিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে র‍্যাব।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারীতে নৌ ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল সম্ভব হয়েছে। চরাঞ্চলের মানুষের আরও নিরাপত্তা দিতে গাইবান্ধা এবং জামালপুরের ঘাট এলাকায় নৌ পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন মন্ত্রী। এসময় চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় প্রায় আট হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে উন্নমানের কম্বল তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা-৩, (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, র‍্যাব ১৩ কমান্ডিং অফিসার (সিও) ও জেলা প্রশাসক আবদুল মতিন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মধ্যহ্নভোজ শেষে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply