Site icon Jamuna Television

অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় কিশোরীর

রাজধানীতে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে কলাবাগান ডলফিনের গলির একটি বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। একই প্রতিষ্ঠানের দিহান নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে নেয়া হয়েছে আরও তিন শিক্ষার্থীকে।

নিহতের স্বজনরা জানান, বন্ধুর সাথে দেখা এবং গ্রুপ স্টাডির কথা বলে বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির সোবহানবাগের বাসা থেকে বের হয়েছিলো কিশোরী। সেখান থেকে অভিযুক্ত দিহানের কলাবাগানের বাসায় যায় সে। এসময় বাসায় অন্য কেউ ছিলো না। সেখানে কিশোরী অসুস্থ হয়ে পড়লে আরও কয়েক বন্ধুর সহযোগিতায় ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিশোরীকে।

চিকিৎসকরা বলছেন, ধর্ষণের পর কিশোরীর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তার পেটের ডান পাশে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তারা। পুলিশ জানায়, অভিযুক্ত দিহান কিশোরীর পূর্বপরিচিত। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Exit mobile version