টেকনাফে ১১ ফুট দৈর্ঘের অজগর অবমুক্ত

|

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে ১৬ কেজি ওজনের ১১ ফুট লম্বা একটি অজগর অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর পাহাড়ি এলাকায় অজগরটি অবমুক্ত করা হয়।

এর আগে উপজেলার বাহারছড়া শামলাপুর লোকালয় থেকে অজগরটি উদ্ধার করেন বন বিভাগ ও সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। এ নিয়ে গত ডিসেম্বর ও জানুয়ারিতে লোকালয় থেকে উদ্ধার হওয়া ২টি অজগর সাপ বনে অবমুক্ত করা হলো।

হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা (ফরেস্টার) আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরাণ পাড়া গ্রামে রেহেনা ও সাজেদার বাড়ি ঘরে অজগরটি পাওয়া যায়।

খবর পেয়ে বন বিভাগ ও সিএমসি সদস্যরা উদ্ধার করে বেলা বিকালের দিকে হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর হোয়াইক্যং ঢালার গহীন বনে অবমুক্ত করেন। ১৬ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য ১১ ফুট।

এসময় উপস্থিত ছিলেন, হোয়াইক্যং সিএমসির সহসভাপতি সাইফুল্লাহ, ফরেস্টার শিমুল নাথ, বিট কর্মকর্তা ক্যাচিং উ মারমা, শামলাপুর ভিলেজ কনজারভেটিভ ফোরামের সদস্য আমীর মোহাম্মদ শাহজাহান, দেলোয়ার হোসাইনসহ অনেকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply