কংগ্রেসে হামলার একদিনের মাথায় নতুন ভিডিও বার্তায় পরাজয় স্বীকার করলেন ট্রাম্প

|

ভোটকারচুপির অভিযোগে দায়ের করা ট্রাম্পের আরও চার মামলা খারিজ

যুক্তরাষ্ট্রে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরই মূল লক্ষ্য। কংগ্রেসে হামলার একদিনের মাথায় নতুন ভিডিও বার্তায় পরাজয় স্বীকার করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ন্যাক্কারজনক হামলার ঘটনায় কংগ্রেসের উভয়কক্ষের ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অবিলম্বে ট্রাম্পের অপসারণ চেয়েছেন। পার্লামেন্টে হামলা চালানোর জন্য উসকানি দেয়ার অপরাধে অভিসংশন চেয়েছেন হাউস স্পিকার- ন্যান্সি পেলোসি। অবশ্য, প্রস্তাবটি বাস্তবায়নের জন্য রিপাবলিকানদের সমর্থনও প্রয়োজন। ক্ষমতা ছাড়ার আগ-মুর্হুতে বিষয়টি চাইছেন না তাদের বেশিরভাগ।

বুধবার, কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন প্রেসিডেন্টকে বৈধতা দেয়ার কার্যক্রম চলছিলো। সেসময়, হামলা চালায় ট্রাম্পের কট্টরপন্থি কর্মী-সমর্থকরা। প্রাণ হারান কমপক্ষে ৪ জন, গ্রেফতার হন ৬৮ মার্কিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ-লকডাউন। এ ঘটনায়, নিন্দা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply