ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ভয়াবহ হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত আবু বকর বশির জেল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ মুক্তি পান তিনি।
সাজার মেয়াদ কমিয়ে আনায় ১৫ বছরের কারাদণ্ডের দুই-তৃতীয়াংশ ভোগ করেছেন বশির। ৮২ বছরের বশির মূলত আল-কায়েদাপন্থী ‘জামায়াহ-ইসলামিয়া’র কমান্ডার।
ইন্দোনেশীয় গোয়েন্দাদের দাবি, ২০০২ সালে চালানো বালি বিস্ফোরণের মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি। সেই হামলায় ২১ দেশের দুই শতাধিক নাগরিক প্রাণ হারান। পর্যটনের জন্য বিখ্যাত দ্বীপটির জনপ্রিয় দুটি পানশালায় ঘটানো হয় জোরালো বিস্ফোরণ।
বশিরের মুক্তিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইন্দোনেশিয়া ও ভুক্তভোগী দেশগুলোতে। বিশেষভাবে সর্বোচ্চ প্রাণহানি দেখা অস্ট্রেলিয়া জানিয়েছে কঠোর নিন্দা।
ইউএইচ/
Leave a reply