দায়িত্বগ্রহণের পরপরই মার্কিন কংগ্রেসে অভিবাসন নীতিমালা সংক্রান্ত নতুন বিল তুলবেন জো বাইডেন। শুক্রবার ডেলাওয়ারে সাংবাদিকদের সাথে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট।
এক প্রশ্নের জবাবে জানান, অভিবাসন প্রত্যাশী বাবা-মায়ের কাছ থেকে সন্তান আলাদা করার ঘটনায় তদন্ত করবে কমিশন। তবে এ বিষয়ে বিচারপতিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
করোনায় বিপর্যস্ত নাগরিকদের জন্য ট্রিলিয়ন ডলারের পরিকল্পনার কথাও জানান তিনি। পরিচয় করিয়ে দেন নতুন অর্থনৈতিক দলের বেশ কয়েকজন সদস্যের সাথে। ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৫ ডলারের প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করবেন বলে জানান বাইডেন।
বাইডেন বলেন, অনেক পরিবার, ছোট ব্যবসায়ী ও কর্মহীনদের সরাসরি সহায়তা প্রয়োজন। জনপ্রতি ৬০০ ডলার আসলে যথেষ্ট নয়। বাড়িভাড়া, খাবারসহ অন্যান্য জরুরি ব্যয় মেটাতে অন্তত ২ হাজার ডলার প্রয়োজন। দুই দলের সদস্যরাই একমত যে, ন্যূনতম মজুরি বাড়ানো উচিত।
ইউএইচ/
Leave a reply