কক্সবাজারে ৬০ হাজার রোহিঙ্গাসহ স্থানীয়দের মাঝে সৌদির খাদ্য সহায়তা প্রদান

|

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের উদ্যোগ প্রায় ৬০ হাজার রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় মানুষের মাঝে ১৫ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।

উখিয়ার কুতুপালং ক্যাম্পে এসব সামগ্রী বিতরণ করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ এই সংস্থা। এর আগে ২৭ ডিসেম্বর থেক শরণার্থী ও স্থানীয় দরিদ্র মানুষগুলোর দুঃখ দুর্দশা লাঘবে একইভাবে মানবিক সহায়তা দিয়েছে সৌদি সরকার।

চলমান এ সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে জানিয়ে সংস্থাটির প্রতিনিধি দলের নেতৃবৃন্দ জানান, বৈশ্বিক করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন মানোন্নয়ন এবং তাদের অসহায়ত্বের কথা বিবেচনা করে সৌদি সরকার বাংলাদেশে এসব খাদ্য সামগ্রী পাঠিয়েছেন।

এদিকে সৌদি উপহার পেয়ে কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply