ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে পাকিস্তানে। শনিবার মধ্যরাতে হঠাৎ ব্ল্যাকআউটের কবলে পড়ে পুরো দেশ।
কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু হলেও বিদ্যুৎহীন ইসলামাবাদ, করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিসহ বড় বড় শহরগুলোর অনেক এলাকা। বেলুচিস্তানে অন্ধকারে ২৯টি জেলা। এমনকি সংযোগ চলে যায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিদ্যুৎ বিপর্যয়ের ফলে ব্যাহত হয় মোবাইল ও ইন্টারনেট সেবাও।
এক টুইটবার্তায় দেশটির বিদ্যুৎমন্ত্রী ওমর আইয়ুব খান জানান, ন্যাশনাল পাওয়ার গ্রিডে ত্রুটির কারণে বাঁধাগ্রস্ত হয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। জনগণকে শান্ত থাকার আহ্বান জানান তিনি। বিদ্যুৎ সংযোগ চালু করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগতে পারে আরও কয়েক ঘণ্টা।
ইউএইচ/
Leave a reply