Site icon Jamuna Television

রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ-গোলাগুলিতে নিহত ১, আহত ২০

কক্সবাজার প্রতিনিধি:

টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে নুর হাকিম (২৭) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জনের মতো।

আজ রোববার ভোররাত ৪টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নুর হাকিম চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের সি- ব্লকের হোসেন আলীর ছেলে।

কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক মো. তারিকুল ইসলাম হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ার হাকিমপাড়া ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প থেকে একদল রোহিঙ্গা সন্ত্রাসী টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরের সি ব্লকে যায়। সেখানে তোহা বাহিনীর সাথে তাদের ৬০-৭০ রাউন্ড গুলি বিনিময় হয়। এতে নিহত হয় নুর হাকিম। আহত ২০ জনকে সেভ দ্য চিলড্রেনের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরে আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ইউএইচ/

Exit mobile version