স্টাফ রিপোর্টার:
নাটোরে জামানতের টাকা ও বকেয়া বেতন না পেয়ে শতাধিক কর্মী কথিত এক এনজিও কর্মকর্তার বাড়ি ঘেরাও করেছে।
রোববার দুপুরে ক্ষুব্ধ কর্মীরা শহরের আলাইপুর বাটারগলি এলাকায় অবস্থিত নেপসিল নামের কথিত এনজিও কর্মকর্তা ইমতিয়াজ সৌরভের বাড়ি ঘেরাও করে। তবে তার আগেই পালিয়ে যায় সৌরভ।
কর্মীরা জানায়, স্বাস্থ্য সেবা প্রকল্পের নামে ইমতিয়াজ সৌরভ গত বছরের নভেম্বরে ১১০ জন তরুণ-তরুণীর কাছ থেকে জামানত নিয়ে ১১ থেকে ১৪ হাজার টাকা বেতনে চাকরি প্রদান করেন। এসব কর্মীর মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবার নানা প্রলোভন দেখিয়ে ১শ’ থেকে ১৫শ’ টাকার সদস্য ফরম পূরণ করিয়ে নেয় সে।
দায়িত্ব পালন করলেও যোগদানের পর থেকে কোন বেতন-ভাতা পাননি এসব কর্মীরা। এ অবস্থায় বেতন-ভাতা পরিশোধ ও জামানতের টাকা ফেরত দেয়ার দাবিতে সৌরভের বাড়ি ঘেরাও করে কর্মীরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় অভিযুক্ত এনজিও কর্মকর্তা সৌরভের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a reply