নির্দেশ অমান্য করে পলাতক পি কে হালদারের সাক্ষাৎকার প্রচার করায় আগামী ১৭ জানুয়ারি একাত্তর টিভিকে তাদের বক্তব্য লিখিত ও মৌখিকভাবে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে একটি রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
পি কে হালদারের সাক্ষাৎকার প্রচার ও তাকে সরাসরি টকশোতে অতিথি হিসাবে সংযুক্ত করায়, একাত্তর টিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশিদ আলম খান রিট আবেদনটি করেন।
২৮ ডিসেম্বর একাত্তর টিভি পি কে হালদারের একটি সাক্ষাৎকার প্রচার করে এবং তাকে ওই দিন রাত সাড়ে এগারটায় একটি লাইভ টকশো প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত করে। সেখানে পি কে হালদার তার বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ অস্বীকার করেন।
Leave a reply