Site icon Jamuna Television

পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন অস্ট্রেলিয়া কিংবদন্তি ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড

অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড চির বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। যাবার আগে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সংস্থাটির প্রধান নির্বাহী আর্ল এডিংস বলেছেন, ভিক্টোরিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিংবদন্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন কলিন। ফাস্টবোলারদের সামনে তিনি ছিলেন ভয়ডরহীন একটি নাম, স্পিনের বিপক্ষেও তার স্কিল ছিল দুর্দান্ত। আন্তর্জাতিক ও রাজ্য পর্যায়ে এবং ক্লাব ক্রিকেটে তার অসাধারণ সেবার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট সমৃদ্ধ হয়েছে।

এছাড়া অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টুইট করেছে

Exit mobile version