Site icon Jamuna Television

২৮ জানুয়ারির মধ্যে প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমানের ফলাফল

মন্ত্রিসভা: ফাইল ছবি।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনের সংশোনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সংসদের শীতকালীন অধিবেশনে পাস হলে চলতি মাসেই ঘোষণা করা হবে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার ফল। মন্ত্রিপরিষদ সচিব জানান আইন অনুমোদন হলে আগামী ২৮ জানুয়ারির মধ্যেই ঘোষণা হতে পারে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল।

আজ সোমবার সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে আইনটির অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, ১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশনে আইনের সংশোধনী উত্থাপন করা হবে। এরপর সংসদীয় কমিটির রিপোর্টের ভিত্তিতে আইনটি পাস হলে গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপরই প্রকাশ করা হবে এইচএসসি’র ফল।

মন্ত্রী জানান, এই সংশোধনীর ফলে যে কোন দুর্যোগ বা মহামারিতে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন পদ্ধতিতে ফল প্রকাশ করতে পারবে বোর্ড। বিদ্যমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আইনে পরীক্ষা ছাড়া ফল প্রকাশের সুযোগ নেই।

Exit mobile version