Site icon Jamuna Television

সিডনি টেস্টে ড্র করেছে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে নাটকীয় ভাবে ড্র করেছে ভারত। অস্ট্রেলিয়ার দেয়া ৪০৭ রানের রেকর্ড তাড়া করতে নেমে ৫ উইকেটে ৩৩৪ রানে দিন শেষ করেছে ভারত।

ম্যাচ বাঁচাতে ৪৩ ওভার অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন ভারতের দুই ব্যাটসম্যান হনুমা বিহারী ও রবীচন্দন অশ্বিন। অজিদের জয়ের সম্ভবনা জেগেছিলো যখন রাহানে ৪ রানে বিদায় নিয়েছিলেন আর পন্ত ৯৭ ও পুজারাকে বিদায় নিতে হয়েছিলো ৭৭ রানে।

তবে এবার প্রতিরোধ গড়ে তুলেছিলেন বিহারী ও অশ্বিন। ইনজুরিতে পরেও দেশের জন্য ব্যাট হাতে মাঠে নেমেছিলেন বিহারী। ইনজুরি নিয়ে শেষ পর্যন্ত ব্যাট হাতে অপরাজিত ছিলেন ২৩ রানে। আর অশ্বিন অপরাজিত ৩৯ রানে অপরাজিত থেকে বাঁচান ভারতের সম্মান। তিন ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। সিরিজ এখন সমতায় আছে ১-১ এ।

Exit mobile version