আইনগত সীমাবদ্ধতার কারণে কিশোর অপরাধীর সংখ্যা বাড়ছে: বেনজীর

|

আইজিপি ড. বেনজির আহমেদ। ফাইল ছবি।

দেশের বর্তমান আইনে কিশোর অপরাধীদের আটক ও শাস্তি দেয়ার ক্ষেত্রে নানা ধরনের বিধি-নিষেধ রয়েছে। আর এ কারণেই কিশোর অপরাধীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

সোমবার সকালে র‍্যাব সেবা সপ্তাহের সমাপনী দিনে দরিদ্র ও প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আইনগত সীমাবদ্ধতা, জনবলের অভাব এবং অবকাঠামোগত সমস্যার কারণে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেয়া যাচ্ছে না।

তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, অপরাধ দমনে প্রয়োজন পারিবারিক ও সামাজিক কঠোর অনুশাসন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply