পিএইচডি গবেষণার সংরক্ষণ প্রক্রিয়া জানাতে ঢাবিকে হাইকোর্টের নির্দেশ

|

পিএইচডি গবেষণা কী প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়, এজন্য কোনো সফটওয়্যার আছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এ বিষয়ে প্রতিবেদন দেয়ার জন্য বলেছেন আদালত।

আজ সোমবার হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন।

দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ও সমমানের ডিগ্রি কীভাবে অনুমোদন করা হয়, এবং সেগুলো যথাযথ আইন মেনে হয়েছে কি না, তা জানতে চেয়ে হাইকোর্টের দেয়া নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসি এবং ঢাবির অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয় এদিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply