এক মাসের ব্যবধানে যেসব তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ বেড়েছে বা কমেছে সেসব কোম্পানির কার্যক্রম পর্যবেক্ষণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ বিষয়ে মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জে নির্দেশনা পাঠানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারের টানা উত্থানে অনেক কোম্পানির শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ-তিন গুণ হয়েছে। এমন অনেক কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ থেকে শুরু করে ৫০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বলেছে বিএসইসি।
নির্দেশনায় বলা হয়েছে, মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশে আগের ১০ কার্যদিবসে যেসব কোম্পানির দাম ও লেনদেন ৩০ শতাংশের কম-বেশি হয়েছে, সেসব কোম্পানি পর্যবেক্ষণের আওতায় আসবে। ৪৫ কার্যদিবসের মধ্যে এসব বিষয়ে বিএসইসির কাছে প্রতিবেদন জমা দেবে দু’টি স্টক এক্সচেঞ্জ।
ইউএইচ/
Leave a reply