অনুশোচনা নেই, উল্টো হুঁশিয়ারি ট্রাম্পের

|

ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণে ডেমোক্র্যাটদের আহ্বান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রত্যাখ্যান করার পর যেন আরও উদ্ধত ট্রাম্প। উল্টো হুঁশিয়ারি দিয়েছেন, ওই হামলার জেরে তাকে অভিশংসন করা হলে আরও সহিংসতা হতে পারে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে ট্রাম্পের উগ্র সমর্থকদের দাঙ্গার পর এই রিপাবলিকান প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করতে আহ্বান জানিয়েছিলেন ডেমোক্র্যাটরা।

ওই হামলার পর গতকাল মঙ্গলবার প্রথম জনসমক্ষে দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট। ট্রাম্প বলেন, কংগ্রেস ভবনে হামলার দিন তার বক্তব্য ছিল ‘যথোপযুক্ত’। এ সময়ে কোনো ধরনের সহিংসতা না করতে তিনি আহ্বান জানিয়েছেন।

তাকে ‘হেয়প্রতিপন্ন করতেই’ দ্বিতীয়বারের মতো অভিশংসন চেষ্টা বলে উল্লেখ করেছেন তিনি। এরপর অনেকটা অপ্রাসঙ্গিকভাবেই তিনি বলেন, তার উত্তরসূরি নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব থেকে নিজেই সরে দাঁড়াতে বাধ্য হবেন।

গত বুধবার ক্যাপিটল হিলে যা ঘটেছে, তার দায়িত্ব নিতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি দাবি করেন, যারা তার বক্তব্য বিশ্লেষণ করেছেন, তারা এতে কোনো ত্রুটি খুঁজে পাননি। তার বক্তব্য– তারা আমার কথা বিশ্লেষণ করেছেন। সবাই এটিকে যথোপযুক্ত বলে বিবেচনা করেছেন।

অবশ্য নানা ধরনের ধামকি দিলেও, ২০ জানুয়ারিতে বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা হুমকি বাড়তে থাকা নিয়ে কর্তৃপক্ষের সতর্কবার্তার মুখে ট্রাম্প গত সোমবারেই ওয়াশিংটন ডিসিতে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি রাখার অনুমোদন দেন। জরুরি অবস্থায় সাড়া দিতে ওই সময় পর্যন্ত কেন্দ্রীয় সরকারের সহায়তার আশ্বাসও দেওয়া হয়। 

অর্থাৎ ট্রাম্পের ওই অনুমোদনের ফলে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply