চীনে নতুন করে শতাধিক মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। সংক্রমণ ঠেকাতে লকডাউন দেয়া হয়েছে ৪টি শহরে।
বলা হয়, নতুন শনাক্ত হওয়া ১১৫ জনের মধ্যে ১০৭ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে। বাকি ৮ জনের সম্প্রতি বিদেশ ভ্রমণের রেকর্ড রয়েছে। শনাক্তকৃতদের মধ্যে ৯০ জনই চীনের উত্তরাঞ্চলীয় হিবেই প্রদেশের, ১৬ জন হেইলংজিয়াং এবং শানশি’র বাসিন্দা।
তথ্য বলছে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে বিভিন্ন দেশ থেকে ভ্রমণ করা প্রায় সাড়ে চার হাজার নাগরিকের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ১৬৫ জন। বাকি ২৮৬ জন এখনও চিকিৎসাধীন। এর মধ্যে নেই প্রাণহানির ঘটনা।
দেশটিতে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর প্রথম শনাক্ত হয় নোভেল করোনাভাইরাস। তার পরই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে।
Leave a reply