৬৭ বছরে প্রথমবারের মতো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হলো যুক্তরাষ্ট্রে। বুধবার স্থানীয় সময় ভোরে ইনজেকশনে বিষ প্রয়োগে নিশ্চিত করা হয় তার মৃত্যু।
আলোচিত এক হত্যা মামলায় ২০০৭ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন ৫২ বছর বয়সী লিসা মন্টেগুমারি। ২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধ করে, পরে পেট কেটে বের করে নেয় সন্তানকে। নবজাতকসহ পালিয়ে যাবার সময় ধরা পড়ে পুলিশের কাছে। পরে স্বীকার করে হত্যার কথা।
এর আগে দু’দফায় স্থগিত করা হয় তার মৃত্যুদণ্ডের রায়। কারণ তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন তার আইনজীবী। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ মানসিক পরীক্ষার পর গত সোমবার স্পর্শকাতর মামলার রায় কার্যকরের নির্দেশ দেন আদালত।
Leave a reply