রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে তিনজন নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে রাইখালী ইউনিয়নের পুর্বকেদালা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০), হ্লামেচু মারমা (৩০)।
স্থানীয়রা জানিয়েছে, আহতরা সকালে রান্নার লাকড়ি কুড়াতে গেলে হঠাৎ হাতি আক্রমণ করে বসে। এসময় তারা দৌঁড়ে পালিয়ে আত্মরক্ষা করে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, ‘সকালে লাকড়ি কুড়াতে পাহাড়ে গেলে সেখানে তাদের বন্য হাতির দল আক্রমণ করে। এসময় তারা গুরুতর আহত হয়।’
বিভিন্ন সময় কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে হাতির পাল খাবারের খোঁজে লোকালয় এসে ফসলের ক্ষতি ও ঘর ভাঙচুর করে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
Leave a reply