অভিশংসিত হওয়ার ব্যাপারে ব্যক্তিগত কোন প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। তবে ৫০টি রাজ্যে তার সমর্থকদের জড়ো হওয়ার যে পরিকল্পনা ছিল তা থেকে সরে এসে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।
অন্যদিকে, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের জন্য বিরাট হুমকি। তাই এ পদক্ষেপ ছাড়া কোনো উপায় ছিলো না।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি আরও বলেন, ভোটের ফলাফলে এটাই প্রমাণিত যে কেউই আইনের ঊর্ধ্বে নন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলেও না। এটা স্পষ্ট যে ডোনাল্ড ট্রাম্প এদেশের জন্য বড় হুমকি। এ অবস্থায় দেশের সুরক্ষা এবং সংবিধান সমুন্নত রাখার দায়িত্ব আমাদেরই।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সহিংসতার কোনো যুক্তি হয় না। যুক্তরাষ্ট্রে আইনের শাসন বিদ্যমান। গেলো সপ্তাহের হামলার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। প্রত্যেক মার্কিনীর অধিকার আছে নিজের দাবির স্বপক্ষে আওয়াজ তোলার। কিন্তু দেশে শান্তি বজায় রাখার স্বার্থে তাদের শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।
Leave a reply