করোনায় লাশের স্তুপে পরিণত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও মিলছে না সুখবর। যেখানে প্রতি মিনিটে ৩ জন মানুষের প্রাণ ঝরছে ভাইরাসটিতে। এতে করে ঘণ্টায় দাঁড়ায় ১৮০ জনে। থেমে নেই সংক্রমণও। তবে পিছিয়ে সুস্থতা।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৩৬ হাজার ৪৬২ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৯৮ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জনে ঠেকেছে।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার মানুষ। এতে করে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৩৬ জনে পৌঁছেছে।
গত বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।
Leave a reply