ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নয়াদিলে ট্রেনের ধাক্কায় ফিরোজ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ মিয়া উপজেলার নয়াদিল গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আখাউড়া-চট্টগ্রাম রেলপথের নয়াদিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন বেলা ১২টার দিকে আখাউড়া জংশন স্টেশন সেকশনের নয়াদিল এলাকা অতিক্রম করছিল। এসময় ওই বৃদ্ধ রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি সাকিউল আযম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
Leave a reply