বাগেরহাট প্রতিনিধি:
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। বৃহস্পতিবার প্রচারণার শেষ দিনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ আ. রহমান পৌর শহরের শেখ আ. হাই সড়কে আর বর্তমান পৌর মেয়র ও ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মো. জুলফিকার আলী মাদ্রাসা রোডে প্রচারণা চালিয়েছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীরাও নিজ নিজ এলাকায় শেষ দিনের প্রচারণায় ব্যস্ত রয়েছেন।
এদিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দিনের কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে একই ওয়ার্ডের প্রতিপক্ষ আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী মো. হুমায়ুন হামিদ নাসিরের বিরুদ্ধে।
এছাড়া ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলমের অভিযোগ প্রতিপক্ষের লোকজন তার কর্মীদেরকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি তার বাড়ির সামনে মহড়া দিয়ে এলাকায় ভীতি সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অপরদিকে পৌরসভার ডোবা কলোনি এলাকায় ধানের শীষ প্রতীকের কয়েকজন কর্মীর বাড়িতে হয়রানিমূলক তল্লাশি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।
মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে তিনজন মেয়র, ৩৫ জন কাউন্সিলর ও ১২ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Leave a reply