ঐতিহাসিক বন্ধু ভারতের সাথে আমাদের রয়েছে আস্থার সম্পর্ক: সমবায় মন্ত্রী

|

লালমনিরহাট প্রতিনিধি:

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ঐহিত্যগতভাবে ভারত আমাদের বন্ধু। দু’দেশের মধ্যে রয়েছে আস্থা ও ভালবাসার সম্পর্ক। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী মাদক ও সন্ত্রাস দমনে এক সাথে কাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিন বিঘা করিডোর এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি করিডোর এলাকায় পৌঁছালে ভারতের ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।

এসময় ভারতের ৪৫ বিএসএফ’র ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুব্রত রায় উপস্থিত ছিলেন। পরে তিনি করিডোর এলাকায় একটি পেয়ারা গাছ রোপণ করেন। এরপর পাটগ্রামের ১১৯ নং বাঁশকাটা কমিউনিটি সেন্টারসহ সাবেক ছিটমহলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনকালে লালমনিরহাট -১ আসনের সাংসদ মোতাহার হোসেন, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী আব্দুর রশিদ খান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী সাইদুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply