নরসিংদী প্রতিনিধি:
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নরসিংদীতে আওয়ামী লীগের প্রার্থী আশরাফ হোসেন সরকারকে পরিবর্তন করে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ মনোনয়ন পরিবর্তন করা হয়। এর আগে গত বুধবার রাতে স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আশরাফ হোসেন সরকারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল।
আশরাফ হোসেন নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। সরকার নরসিংদীর প্রয়াত মেয়র লোকমান হোসেন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। পাশাপাশি ওই হত্যায় আশরাফ সরকার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছিল। রাতে আওয়ামী লীগ সভাপতির স্বাক্ষরিত পরিবর্তিত মনোনয়ন পত্র তুলে দেয়া হয় নতুন প্রার্থীর হাতে।
Leave a reply