করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ পরিকল্পনা বাইডেনের

|

যুক্তরাষ্ট্রে কোভিড নাইনটিন মোকাবেলা এবং মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের ত্রাণ পরিকল্পনা প্রকাশ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে, জনপ্রতি ৬শ’ নয় বরং ১৪শ’ ডলার প্যাকেজ পাবেন মার্কিনীরা।

জো বাইডেন বলেন, কোভিড নাইনটিন মোকাবেলা এবং মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’ ঘোষণা করলাম। আগামী মাসে, কংগ্রেসের যৌথ অধিবেশনে উত্থাপন করবো ‘বিল্ড ব্যাক ব্যাটার’ পুনরুদ্ধার পরিকল্পনা।

‘বিল্ড ব্যাক ব্যাটার আওতাভূক্ত হবে- অবকাঠামো নির্মাণ, উৎপাদন, উদ্ভাবন ও গবেষণা, পরিবেশবান্ধব জ্বালানি এবং উন্নয়ন। সরকারি বিনিয়োগে শ্রমিকদের আরও কর্মক্ষম করে তুলতেও তার পরিক্ল্পনার কথা জাানান বাইডেন। তবে এরজন্য, প্রত্যেক মার্কিনিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply