Site icon Jamuna Television

রেকর্ড ৩১ লাখ ডলারে বিক্রি হলো জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিনের একটি ছবি

রেকর্ড ৩১ লাখ ডলারে বিক্রি হলো জনপ্রিয় কার্টুন চরিত্র টিনটিনের একটি ছবি। বৃহস্পতিবার, প্যারিসে শিল্পি নিজেই বিক্রয় করেন বইয়ের ঐতিহাসিক কভারটি। যা, কমিকস বইয়ের নিলামের ইতিহাসে রেকর্ড।

১৯৩৬ সালে, দি অ্যাডভেঞ্চার অব টিনটিন সিরিজের পঞ্চম বই ‘দি ব্লু লোটাসে’র কভারের জন্য ছবিটি এঁকেছিলেন বেলজিয়ান শিল্পি হারগে। সেসময়, তিনি ছবির উপাদান হিসেবে ব্যবহার করেন দামি চাইনিজ কালি, গাউশে এবং জলরঙ্গের মিশ্রন। যেখানে, চিত্রায়িত হয়েছে চীনের বিখ্যাত লাল রংয়ের ড্রাগন, ঐতিহ্যবাহী লণ্ঠন এবং ভীত টিনটিন ও তার কুকুর- স্নোয়ি।

ব্যয়বহুল হওয়ার কারণে এ কভারটি দ্বিতীয়বার কখনোই বইয়ের মলাটে স্থান পায়নি। নিজের ব্যক্তিসত্ত্বা ধরে রাখার জন্যেই মাত্র ৫টি কমিক বইয়ের কভারের নকশা করেছিলেন হার্গে।

Exit mobile version