Site icon Jamuna Television

বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত যাইন

যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের দপ্তরে নিয়োগ পেতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক যাইন সিদ্দিকী। তাকে হোয়াইট হাউজের ডেপুটি চিফ অব স্টাফের জৈষ্ঠ্য উপদেষ্টা পদের জন্য মনোনয়ন করেছেন বাইডেন।

বুধবার ঘোষিত বাইডেন প্রশাসনের পদ সমূহের মনোনয়ন তালিকায় তার নাম ঘোষণা করা হয়।

যাইন সিদ্দিকী বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তার বেড়ে উঠা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও ইয়েল আইন স্কুল থেকে পড়াশোনা শেষ করেছেন।

তিনি বাইডেন-কমলা পরিষদের স্থনীয় ও অর্থনৈতিক দলের চিফ অব স্টাফ পদে দায়িত্ব পালন করছিলেন। একইসাথে তিনি কমলা হ্যারিসের ভাইস-প্রেসিডেন্সিয়াল ডিবেট টিমের সদস্য হিসেবেও কাজ করেছেন।

বাইডেন ঘোষণা দিয়েছেন তার প্রশাসন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বৈচিত্রপূর্ণ প্রশাসন। বাইডেন বলেন, প্রশাসন সাজানোর ব্যাপারে আমি আমার প্রতিজ্ঞা রাখতে শুরু করেছি। হোয়াইট হাউজ ও ক্যাবিনেটের বাহিরে এটি আমেরিকার মতোই বৈচিত্রপূর্ণ দেখতে হবে।

Exit mobile version