ঝালাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

|

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ঝালাঙ্গী সীমান্তে বিএসএফর ছোড়া রাবার বুলেটের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম আজাদ (৩০) নামের এক বাংলাদেশি যুবক মৃত্যুবরণ করেছে।

নিহত আবুল কালাম আজাদ জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালাঙ্গী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।

বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ জানায়, আবুল কালাম আজাদসহ ৬/৭ জন গরু পারাপারকারী শুক্রবার ভোরে ঝালাঙ্গী সীমান্তের ৮৪৮নং মূল পিলার দিয়ে ভারতের ১শ গজ অভ্যন্তরে প্রবেশ করে।

এসময় কর্তব্যরত ভারতীয় কুচবিহার জেলার ১৪০ বিএসএফ ডোরাডাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আবুল কালামের মুখমণ্ডলে বুলেট বিদ্ধ হয়। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রংপুর ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহত আবুল কালাম আজাদের মরদেহ পাটগ্রাম থানায় রয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য আগামীকাল শনিবার মর্গে প্রেরণ করবে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply